ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৩ : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে তার দেশ নিরপেক্ষ থাকবে এবং ওয়াশিংটন কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা একই বার্তা এখানে সব রাজনৈতিক দলকে দিয়েছি যে যুক্তরাষ্ট্র আসন্ন নির্বাচনে (বাংলাদেশে) নিরপেক্ষ থাকবে।’
সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।
হাস আরো বলেন, ‘আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সব পক্ষকে সহিংসতা রোধ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের পরিবেশকে আরও ভালো করতে সহায়তা করার জন্য পূর্ব শর্ত ছাড়াই সংলাপের উপায় বের করার চেষ্টা করছি।’
হাস ‘মার্কিন দূতাবাসের লোকদের বিরুদ্ধে পরিচালিত সহিংসত রাজনৈতিক বক্তব্য’ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
হাস বৈঠককালে কাদেরের কাছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com