ঢাকাবৃহস্পতিবার , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রুশ-বিরোধী নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিতর্ক, হাঙ্গেরির ভেটো

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

হাঙ্গেরির জোরালো আপত্তির মুখে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। মার্কিন নিয়ন্ত্রিত রেডিও ফ্রি ইউরোপ শুক্রবার এই খবর প্রচার করেছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বৈঠকে বসেন তবে হাঙ্গেরির আপত্তির মুখে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ক্রিসমাসের আগে এ ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা হবে কিনা তা নিয়ে পরিষ্কার কোন ধারণা পাওয়া যায়নি।

এ বিষয়ে রেডিও ফ্রি ইউরোপের সাম্পাদক রিকার্ড জোজভিক তার এক্স পেইজে লিখেছেন, “ইইউ রাষ্ট্রদূতদের মধ্যে আজ রাশিয়ার উপর নতুন এবং সম্ভবত সবচেয়ে দুর্বল নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে প্রথম বিতর্ক।”

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের মতে, সাম্প্রতিক ইইউ নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের ছেলে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আত্মীয়সহ কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হয়। 

প্রস্তাবগুলোর মধ্যে বাণিজ্যিক রাজস্বে মস্কোর প্রবেশাধিকার বন্ধ করার ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সাইবেরিয়ার পাথর দিয়ে তৈরি রাশিয়ার হীরা এবং গয়না বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল। এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো বছরে প্রায় ৫০০ কোটি ডলার রাজস্ব বঞ্চিত হবে।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা নীতির বিষয়ে মন্তব্য করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কয়েক বছর ধরে বহাল থাকা নিষেধাজ্ঞার সাথে মস্কো খাপ খাইয়ে নিচ্ছে এবং তা অব্যাহত রাখবে। তিনি রুশ-বিরোধী পদক্ষেপকে ইইউভুক্ত দেশগুলোর জন্য নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেন।

সুত্রঃ পার্সটুডে