বেশ কিছুদিন ধরে সৌদি আরবে শুরু হয়েছে পরিবর্তন। আর তা আসছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত ধরে। এবার সেই পালে দিলেন আরেকটু হাওয়া। সরকারি কাজে হিজরি ক্যালেন্ডারের ব্যবহার বাদ দিলেন এই নেতা। এখন থেকে সরকারি সব কাজে ব্যবহার হবে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। খবর আরব নিউজের।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানী রিয়াদে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেন সৌদি যুবরাজ। তবে ইসলামি শরিয়া সম্পর্কিত কোনো কাজে হিজরি ক্যালেন্ডার ব্যবহার করার সুযোগ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
বরাবরই হিজরি ক্ল্যালেন্ডারকে গুরুত্ব দিয়ে আসছ সৌদি আরব। তবে কিছু সরকারি কাজে গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের ব্যবহারের রেওয়াজ ছিল দেশটিতে।
এ ব্যপারে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন আইনজীবী ওসামা ঘানেম বলেন, এটি ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে। বিশেষ করে বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
হিজরি বা ইসলামিক ক্যালেন্ডারে ৩৫৪-৩৫৫ দিনে এক বছর হয়ে থাকে। অর্থাৎ গ্রিগোরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ১০-১১ দিন কম থাকে এতে।
শুধু ক্যালেন্ডার নয়, এর আগেও বেশ কিছু যুগান্তকারী পদ্ক্ষেপ নিয়েছেন সৌদি যুবরাজ। ২০১৯ সালে মেয়েদের গাড়ি চালোনোর অনুমতি দিয়েছিল দেশটির প্রশাসন। এছাড়া সম্প্রতি নারীদের একা ওমরা পালন করার সুযোগ করে দিয়েছে এই আরব দেশটি।