বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে সড়ক থেকে শুরু করে বাসাবাড়ির ছাদে বসে প্রধানমন্ত্রীর ভাষণের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে নেমেছে জনতার ঢল । নারী-পুরুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ।
বুধবার সকাল থেকে দেখা যায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। সবচেয়ে বেশি দেখা গেছে নারীদের। তরুণ-তরুণীদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
বেলা ১১টা ৪০ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।
সেখান থেকে সিলেটের সার্কিট হাউসে যান সরকারপ্রধান। সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টায় আলিয়া মাদ্রাসার মাঠে আসেন আওয়ামী লীগ সভাপতি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
আলিয়া মাদ্রাসার মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com