একটা সময় ছোটপর্দা ও বড়পর্দায় নিয়মিত অভিনয়ে দেখা গেছে তাকে। তবে গেল কয়েক বছর ধরে অনিয়মিত হয়ে পড়েছেন সোহানা সাবা নামের এই অভিনেত্রী।
সোহানা সাবার সামাজিক মাধ্যমের পাতায় ঢুঁ মারলে দেখা যাবে, বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। সেসবের ভিডিও-ছবি নিয়মিত প্রকাশ করছেন।
জানা গেছে, এখন একদমই অভিনয়ের ব্যস্ততা নেই সাবার। তাই একটি ইয়োগা স্কুল খুলেছেন। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ মুহূর্তে শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। এখন আমি নিজের ইয়োগা স্কুল নিয়ে কাজ করছি। সেখানে এখনও ইন্টেরিয়রের কাজ চলছে। কারণ জায়গাটা মানুষের পছন্দ হওয়ার একটা বিষয় রয়েছে। শুধু তাই নয়, স্কুলের একটা অংশকে আমি আমার অফিস এবং স্টুডিও হিসাবেও তৈরি করছি। কাজ শেষ করতে পুরো মাস লেগে যাবে। তবে আমি এরই মধ্যে সেশন শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস চলছে। খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর শুটিং শুরু হতে হতে আগামী বছরের ফেব্রুয়ারি।’