প্রবাসীদের জন্য ফের পারিবারিক ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। ২৮ জানুয়ারি আবেদন গ্রহণ শুরু হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষণা অনুসারে, নতুন শর্ত ও মানদণ্ডের ভিত্তিতে প্রবাসীরা তাদের স্ত্রী ও সন্তানদের জন্য কুয়েতে ভিসার আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রবাসীর বেতন কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হতে হবে; বিশ্ববিদ্যালয়ের সনদ থাকতে হবে এবং স্বামী-স্ত্রীকে একই কর্মক্ষেত্রে নিযুক্ত হতে হবে।
প্রসঙ্গত, জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে দুই বছর আগে প্রবাসীদের পারিবারিক ভিসা স্থগিত করেছিল কুয়েত সরকার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com