দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন সকাল ১০টায় । তারা জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন। এরইমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আজ বিকেলের মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা বা ফল গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হবে। তবে এই ৯০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারবেন।
এদিকে, এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরই সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র প্রার্থীরা। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এ নিয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, সংসদের রুলস অব প্রসিডিওর অনুযায়ী, স্পিকার যাকে মনে করবেন অর্থাৎ কোনো দল, গোষ্ঠী বা কোনো জোট যদি তিনি করেন, সেই জোটের যিনি নেতা হবেন, তাকেই বিরোধী দলীয় নেতার দায়িত্ব দেয়া হবে। তবে জোট যদি নাও হয়, ওই গোষ্ঠীর বেশিরভাগ সংসদ সদস্য যাকে নেতা হিসেবে চাইবেন, তিনিই হবেন বিরোধীদলীয় নেতা।
এদিকে, স্বতন্ত্ররাই সংসদে বিরোধী দল হবে কিনা, তা এখনও নিশ্চিত নয় জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা জয়লাভ করেছেন, তাদের অবস্থান কী অর্থাৎ তারা একসাথে জোট করবেন নাকি আলাদা আলাদা থাকবেন, তা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। আর সেটা জানার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com