দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনের নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোববার (৭ জানুয়ারি) সকাল দশটায় ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফেরদৌস।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে আজ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সকাল ৮টায় সারাদেশের প্রায় ৪২ হাজার কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ১২ কোটি ভোটার ২ লাখ ৬২ হাজার বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com