ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না’-ইসরাইলি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নিতানিয়াহুর লিকুদ পার্টির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে।

ইসরাইলের অভ্যন্তরে যখন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছে তখন ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিল। তবে নেতানিয়াহু দাবি করছেন, “এখন যুদ্ধের সময়, এটি রাজনীতি করার সময় নয়।” তিনি আরো বলেছেন, কয়েক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, গত সাত অক্টোবর গাজা থেকে হামাস ইসরাইলের ভেতরের সামরিক অভিযান চালানোর পর নেতানিয়াহুর জনসমর্থন কমতে শুরু করেছে। ডিসেম্বর মাসে ইসরাইল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এক জনমত জরিপে জানিয়েছিল যে, ইসরাইলের দুই-তৃতীয়াংশ মানুষ গাজা যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন চায়।

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আরেক জনমত জরিপে দেখা যায়, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরাইলের সংসদ নেসেটের ১২০ আসনের মধ্যে বিরোধীদলগুলো ৭৫টি আসন পাবে। 

এ অবস্থায় গতকাল (শনিবার) ওয়াইনেট নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, লিকুদ পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা ধারণা করছেন যে, ৭ অক্টোবরের সময় যিনিই ক্ষমতায় থাকুন না কেন- তার ক্ষমতা এখন শেষ হবে। লিকুদ পার্টির আরেকজন নেতা বলেছেন, যত যাই কিছু হোক- যুদ্ধ শেষ হওয়ার পর পরই নতুন নির্বাচনে যেতে হবে।

সুত্রঃপার্সটুডে