ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ডন ৩ সিনেমাতে কিয়ারা আদ্ভানি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

এবার আসছে ডন ৩। ৩-এ শাহরুখকে চেয়েছিলেন পরিচালক ফারহান। তবে শাহরুখকে না পাওয়ায় পরে এতে নেওয়া হয় রণবীরকে। উল্লেখ্য ২০০৬-এ ডন, ২০১১ তে আসে ডন ২ । এবার আসছে ডন ৩ ।

‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোমা। ‘ডন’ ও ‘ডন ২’ সিনেমাতে রোমার চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। আর এবার রোমার চরিত্রে চূড়ান্ত করা হয়েছে কিয়ারা আদভানিকে। সেটাও নাকি রণবীরের সুপারিশেই। এই চরিত্রের জন্য নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন কিয়ারা।

বলিউডে বড় বাজেটের সিনেমা তৈরি হয়েছে এর আগেও। কিন্তু পুরোনো ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্বের জন্য যে বাজেট ধরা হয়েছে, তা নাকি সত্যিই অনেকটাই বেশি। সাধারণত শুটিং শুরুর আগে সিনেমা তৈরি করতে ঠিক কত টাকা খরচ হবে, তা নিশ্চিত ভাবে বলা যায় না। তবে শোনা যাচ্ছে, ‘ডন ৩’ তৈরি করতে প্রায় ২৭৫ কোটি রুপির একটা বাজেট তৈরি করা হয়েছে।

এই সিনেমার জন্য কিয়ারা পাচ্ছেন প্রায় ১৩ কোটি রুপি। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। খুব শিগগিরই ‘ওয়ার ২’ সিনেমাতে কিয়ারাকে দেখা যাবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে।