ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পরও প্রায় ১শ’ ভূকম্পন অনুভূত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

হুয়ালিয়েন, তাইওয়ান, ৪ এপ্রিল, ২০২৪ : তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর বুধবার রাত ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৯৬ বার কম্পন অনুভূত হয়েছে। তাইওয়ানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

সবগুলো ভূকম্পনের উৎপত্তিস্থল হুয়ালিয়েন কাউন্টির উপকূলীয় এলাকা ও নিকটবর্তী জলভাগ। রিখটার স্কেলে অধিকাংশ ভূকম্পনের মাত্রা ছিল চার। চীনা স্থানীয় সময় বুধবার রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের মধ্যে এসব কম্পন অনুভূত হয়।

তাইওয়ানে বুধবার ভয়াবহ ভূমিকম্পে ৯ জন নিহত এবং এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩ ভাগ।

হুয়ালিয়ান কর্তৃপক্ষ লোকজনের জন্যে ২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। যাদের বাড়িঘর ধসে গেছে তারা এখানে আশ্রয় নিয়েছে।

তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে হুয়ালিয়েনের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন। পুরো তাইওয়ান থেকে সকল উদ্ধাকারী দল এসে হুয়ালিয়েনে উদ্ধার অভিযানে যোগ দেয়।