ঢাকা, ৩ মে, ২০২৪ : আসন্ন ৭ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টকে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে ৫ দিনব্যাপী সার্ফিং প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এবারের প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমে বালক ও বালিকা বিভাগে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন।
আজ শুক্রবার কক্সবাজার কলাতলী বীচ সংলগ্ন বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের নিজস্ব জায়গায় (সার্ফিং পয়েন্ট) প্রধান অতিথি হিসেবে সার্ফারদের এই প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ জেহাদ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের কার্যনির্বাহি কমিটির সদস্য সাইফুল্লাহ সিফাত ও রাশেদ আলম উপস্থিত ছিলেন।
এই কার্যক্রমের মাধ্যমে বাছাই করা সার্ফাররাই কেবল চলতি মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য ৭ম জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।