হেলসিঙ্কি, জুন ৭, ২০২৪ : ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার এখানে বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই। খবর সিনহুয়ার।
ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি’ তার ওপর গুরুত্ব দিচ্ছি।
এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে স্টাবও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।
ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরো উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোন সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com