ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সাথে (বুধবার) শেষ বেলায় ফোনালাপে এসব কথা বলেছেন আলী বাকেরি কানি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে দখলদার ইসরাইল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপে আলী বাকেরি কানি তেহরান এবং কায়রোর মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, পারস্পারিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্বহালের জন্য আরো বেশি আলাপ-আলোচনা প্রয়োজন।
ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান ও কায়রো এ পর্যন্ত বেশ কয়েক দফা গঠনমূলক আলোচনা করেছে। তিনি জানান, প্রায় আট মাস ধরে চলা ইসরাইলের আগ্রাসন বন্ধ করার জন্য এবং গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশর।
ইরান ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য দুই মন্ত্রী আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয় তেহরান ও কায়রো।
সুত্রঃপার্সটুডে