ঢাকাবুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কি পিছিয়ে আছে !

শ্রীমতী লিলি বসু বিশ্বাস
জুন ২৯, ২০২৪ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রশ্ন আর উত্তর দুটিই সোজা নয়। অনেক ক্ষেত্রেই পশ্চিম বঙ্গ ভারতের অন্যান্য অনেক রাজ্য থেকে পিছিয়ে ! আবার অনেক ক্ষেত্রেই যথেষ্ট এগিয়ে। আপনি কোন কোন তথ্য দেখছেন তার ওপর আপনার উপসংহার নির্ভর করছে।

যদি GDP এর পরিসংখ্যান দেখি । সেখানে পশ্চিমবঙ্গ ভারতের ৬ নং অবস্থানে রয়েছে। ভারতের জিডিপি তে ৬% এর বেশি যোগদান করছে পশ্চিম বঙ্গ।

এটাকে খুব উল্লেখযোগ্য অবদান বলা যায়। যদিও এটি প্রত্যাশার থেকে কম। কিন্তু সেটা নেগেটিভ ভাবে নেয়া যায় না।

তথ্য গুলো কে কিভাবে দেখছি, সেটার ওপর নির্ভর করছে যে, আমার কি উপসংহার এ পৌঁছেছি। উদাহরন – বিচার করছি ভারতের রাজ্য গুলোর GDP per capita। এই পরিসংখ্যান দেখলে আমরা দেখব যে পশ্চিম বঙ্গ লিস্টে একে বারে নিচের দিকে আছে।

এটা দেখে আমাদের মনে নেগেটিভ চিন্তা ভাবনা আসে। মনে হয় পশ্চিম বঙ্গ কতো পিছিয়ে।

আবার যদি আমরা পশ্চিম বঙ্গের গত এক দশকে জি ডি পি পার ক্যাপিটা এর বাৎসরিক বৃদ্ধি দেখি তাহলে অন্য একটা চিত্র ফুটে ওঠে।

তে দেখতে পাই ২০১২-২০২২ এ পশ্চিম বঙ্গের জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণের বেশি হয়েছে। এটা দেখে আমাদের মনে পজিটিভ চিন্তা ভাবনা তৈরি হয়।

তবে এটা মানতেই হয় যে বহু রাষ্ট্রিয় মানব উন্নতি পরিমাপে পশ্চিম বঙ্গ পিছিয়ে আছে। তবে এটা মনে রাখতে হবে যে পশ্চিম বঙ্গ খারাপ অবস্থায় নেই। বরং ভালো অবস্থানে আছে। তবে অনেক রাজ্য থেকে পিছিয়ে।