ঢাকাশুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘গ্রেফতার’ হলেন কি রাহাত ফতেহ আলি !

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাহাত ফতেহ আলি খান পাকিস্তানের জনপ্রিয় গায়ক।  তিনি দুবাইয়ে গ্রেফতার হয়েছেন— এমন গুজব ছড়িয়েছে। জিও নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। 

রাহাত সোমবার জানান, দুবাইয়ে গ্রেফতার হওয়ার সেই খবর সঠিক নয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিওতে এ কথা জানান।

রাহাত ফতেহ আলি খান এ ভিডিওতে বলেন, ‘আমি রাহাত ফতেহ আলি খান, আপনাদের রাহাত ফতেহ আলি খান। আমি এখানে (দুবাইয়ে) গান রেকর্ডের জন্য এসেছি। সব কিছু ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ করছি— এই বাজে গুজবে কান না দেওয়ার জন্য। আমাকে নিয়ে প্রকাশিত এ সংবাদগুলো সত্য নয়।’

তিনি আরও বলেন, ‘আপনারা আমার শক্তি। আমার শ্রোতা ও ভক্তরা আমার শক্তি। ঈশ্বরের পর, আমার ভক্তরাই আমার শক্তি।’

এ ভিডিও প্রকাশ করে তার টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘রাহাত ফতেহ আলি খানকে গ্রেফতারবিষয়ক সব সংবাদ ভুয়া এবং ভিত্তিহীন’।

এদিকে ২০ জুলাই ঢাকায় আসার কথা ছিল তার। ই-কমার্স সাইট ‘বাই হেয়ার নাউ’ (বিএইচএন) আসার বিষয়টি জানান। তবে চলমান কোটা আন্দোলনে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কারণে, শিডিউল পরিবর্তিত হয় । সুবিধাজনক সময় বিষয়টি অবহিত করা হবে ।