ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে চিকিৎসার জন্য ছুটি নেওয়ায় সেনাপ্রধানকে এই দায়িত্ব দেওয়া হয়। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভির এক ঘোষণায় বলা হয়, সোমবার (২২ জুলাই) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কার্যালয় থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে একটি চিঠি পান মিন অং হ্লাইং। চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে অসুস্থ ও তার চিকিৎসা প্রয়োজন। এজন্য তিনি ছুটিতে আছেন। তিনি সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত তার জায়গায় দায়িত্ব পালন করবেন মিন অং হ্লাইং।

এরপর জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নতুন সরকার গড়ে নাম দেওয়া হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল। এর প্রধান হন দেশ সেনাপ্রধান মিন অং হ্লাইং।

মিন্ট শোয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। অভ্যুত্থানের পর সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

গত সপ্তাহে দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম জানিয়েছিল, ৭৩ বছর বয়সি মিন্ট শোয়ে একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। এই বছরের শুরু থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া অসুস্থতার কারণে মিন্ট শোয়ে এখনো খাবার খাওয়াসহ স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না।

সুত্রঃ আল জাজিরা