মধ্যপ্রাচ্যে সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরাইলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ‘ভয়ঙ্কর আকার’ ধারণ করবে।
শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপশহর বানিয়াসে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
তিনি জানিয়েছেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত সোমবার সেখানে বিমান হামলা চালায় ইসরাইল। তিনি বলেন, “আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্য সংঘাতকে চারদিকে ছড়িয়ে দিতে এবং এ অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলে দিতে চায়।”
জাখারোভা বলেন, রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে; তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানা জানিয়েছে, গত সোমবার বানিয়াসে ইসরাইলি বিমান হামলায় অবকাঠামোর ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা চলমান থাকা অবস্থায় প্রায়ই সিরিয়ার বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।