ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হত্যার উদ্দেশ্যে ট্রাম্পকে গুলি করা হয়: এফবিআই

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, ঘটনার সঙ্গে মূলত কারা জড়িত ছিলো, তারা কী উদ্দেশে হামলা করেছে ও তাদের ব্যবহৃত অস্ত্র শনাক্ত করতে কাজ করছে এফবিআই।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য যা তদন্তে সাহায্য করতে পারে তা এফবিআইকে জানাতেও জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ট্রাম্পের ওপর হামলার জন্য অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেছে। সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হওয়া ২০ বছর বয়সী ওই হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ঘটনাস্থলে উপস্থিতি ছিল অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং একটি বোমা স্কোয়াড, মার্কিন মিডিয়ার মাধ্যমে তথ্যটি পাওয়া গেছে।

ট্রাম্প ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য ধন্যবাদ জানান। তার ছেলে ট্রাম্প জুনিয়র বলেন, যুক্তরাষ্ট্রের রক্ষার জন্য লড়াই করা ট্রাম্প বন্ধ করবেন না।

সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় হামলাকারী ক্রুকস। (Thomas Matthew Crooks)

পেনসিলভেনিয়ার এক সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় হামলাকারী হিসেবে এই ক্রুকস।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প। তার কানে গুলি লাগে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।

আকস্মিক ওই হামলার বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনী প্রচারণার সময় তার কানে গুলি করা হয়েছে। তিনি জানান, তার মনে হচ্ছিল কান ঘেঁষে একটি বুলেট চলে গেল।

ট্রাম্প এর নির্বাচনী প্রচারণা সভাস্থলে কানে গুলি লাগে । ছবিঃ সংগৃহীত

হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান। এসময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে। এই ঘটনার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করলে তিনি নিহত হন।

এছাড়া জনসভায় আসা আরও দুজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক সাংবাদিকদের বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাকে আমরা হত্যাচেষ্টাই বলছি। তবে হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

তবে উক্ত বন্দুকধারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে ।

তথ্য : সিএনএন।