ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চালু হল আবার ভারতীয় ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে চার দিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে দেশের তিন ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস)।

রোববার (১১ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, রোববার থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেয়া হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার (৭ আগস্ট) থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

গত ৪ আগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানায় ভারতীয় দূতাবাস।