ঢাকা, ২৮ আগস্ট, ২০২৪ : রাজধানীর হাতিরঝিল লেক থেকে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহানুমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর জানান, ‘মঙ্গলবার রাতে হাতিরঝিল লেকে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। রাহানুমার বাসা কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বাসস’কে বলেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com