সাংবাদিক শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ।
তিনি প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা ‘এজেন্সি ফ্রান্স-প্রেসে’র (এএফপি) বাংলাদেশ ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সচিব পদমর্যাদার নতুন দায়িত্বে শফিকুল আলমের নিয়োগটি চুক্তিভিত্তিক বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত তিনি প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রধান উপদেষ্টা চাইলে মেয়াদের আগেও চুক্তিভিত্তিক এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে জানানো হয়েছে।
এদিকে, প্রেস সচিব হওয়ার পর এএফপি থেকে অবসর নিয়েছেন সাংবাদিক শফিকুল আলম।
এর মাধ্যমে বার্তাসংস্থাটির সঙ্গে প্রায় ২০ বছরের যাত্রার ইতি ঘটলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।