উপজাতিরা বাংলাদেশী না হয়ে আদিবাসী হতে চায় কেন? প্রশ্ন করেছেন কখনো?
করেন নাই, কারণ আপনি জানেন না আদিবাসী দাবির পেছনে কী ষড়যন্ত্র লুকানো আছে!
এছাড়া তারা দেশে এক আইন ও একই রকম অধিকার চাইতে পারতো কিন্তু তাও তারা চায় না। তারা চায় আদিবাসী স্বীকৃতি। কিন্তু কেন?
এর কারণ হচ্ছে-
আদিবাসী স্বীকৃতি আদায় করতে পারলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে তারা আরেকটা নতুন রাষ্ট্র তৈরি করার সুযোগ পাবে, (জাতিসংঘের ২০০৭ সালের ঘোষণা অনুযায়ী)।
হ্যাঁ এটাই তাদের মনের ভেতর লুকানো আসল উদ্দেশ্য। এজন্যই তারা আদিবাসী স্বীকৃতি চায়। এর বাইরে আর কোন উদ্দেশ্য নাই। দেশি-বিদেশি অনেকেই এখানে জড়িত।
অথচ নৃতত্ত্ব ও ইতিহাস বলছে, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা বাংলাদেশে অভিবাসী হয়ে এসেছিল ঠিক রোহিঙ্গাদের মতো এবং ফিলিস্তিনের বুকে ইজরাইলীদের মতো আজ থেকে প্রায় একশ দুইশ বছর আগে। অথচ আজ সেইসব অভিবাসীরা ই স রা ই লি দের মত বাংলাদেশের আদিবাসী দাবী করে বসছে। কী আশ্চর্য! তাই না! বাংলাদেশের আদিবাসী তো আমরা বাঙালিরাই।
যাইহোক, এই সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের উস্কানিতে উপজাতিরা এই দাবি নিয়ে হাজির হচ্ছে, আর পাহাড়ে উদ্দেশ্যমূলকভাবে অশান্তি তৈরি করছে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর উপজাতিরা নির্যাতিত নিপীড়িত এরকম নানান বানোয়াট ছবি ভিডিওর গুজব অনলাইনে ছড়াচ্ছে!
কাজেই, আদিবাসী দাবি করা রাষ্ট্রদ্রোহিতা। এর বিরুদ্ধে প্রত্যেকটা বাংলাদেশীকে অবশ্যই সরব হতে হবে। নইলে ভবিষ্যতে পাসপোর্ট নিয়ে পার্বত্য চট্টগ্রামে যেতে হবে
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com