ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পূর্বানুমতি ছাড়া ঢাবি উপাচার্যসহ শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ : পূর্বানুমতি ছাড়া কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর  উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করায় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।


এতে পূর্বানুমতি ছাড়া আমন্ত্রণপত্র বা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি হিসেবে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংগঠন বা অনুষ্ঠান আয়োজকদের প্রতি নির্দেশ দেয়া হয়।


এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়।