ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেওয়া হবে।
১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষ্যে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার এক সংবাদ সম্মেলন যুব উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি জানান, শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে ৪ ঘণ্টা করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থী কাজ করবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি হয়। এই সময়ে একজন শিক্ষার্থী ৪ ঘণ্টা করে দায়িত্ব পালন করতে পারবেন।
বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয় জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ফুলটাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্টটাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেরও আয়ের ব্যবস্থা হলো।
পড়াশোনা শেষ হলে শিক্ষার্থীদের ইচ্ছে ও সুযোগের ভিত্তিতে ট্রাফিকে নিয়োগ দেওয়া হবে তাঁদের।
উপদেষ্টা বলেন, সারা দেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।
আসিফ মাহমুদ বলেন, সারা দেশে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার। আর মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামী ২ বছরে ৫ লাখ যুবককে কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। এবং ৯ লাখ যুবককে ট্রেনিং দেওয়া হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com