‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। সেই কনসার্টের একফাঁকে মঞ্চে উঠতে দেখা যায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে।
‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে প্রধান আকর্ষণ ছিল পাকিস্তানের আতিফ আসলাম। এদিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান, কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আবদুল হান্নান।
রাজধানীর ঢাকায় আর্মি স্টেডিয়ামে কনসার্টের স্টেজে ওঠার পর সংগীত পরিবেশন শুরুর মাত্র ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়। প্রিয় গায়কের গান শোনার অপেক্ষায় থাকেন ভক্তরা। পরে সব কিছু স্বাভাবিক হলে রাত ৯টা ৫ মিনিটে ফের শুরু হয় কনসার্ট।
তাছাড়া কনসার্টের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা—এমনটাই মত দিয়েছেন অনুষ্ঠানে আসা দর্শকেরাও। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর লোডশেডিং, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণক্ষমতার বাইরে দর্শকসহ নানা অভিযোগ ছিল আয়োজক প্রতিষ্ঠান নিয়ে।
কনসার্টকে কেন্দ্র করে এদিন উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যাম দেখা দেয়, এতে করে বিমানবন্দরগামী ও বিদেশফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়—যা নিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।