ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১০, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৪ : ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত করেছেন। আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্র পক্ষকে আপিল করার অনুমতি দিয়ে এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।

হাইকোর্টের রায়:

২০২০ সালের ১০ মার্চ বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। আদালতের আদেশে উল্লেখ করা হয়, ‘জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’

এই রায়টি আসে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা ২০১৭ সালের একটি রিটের শুনানি শেষে।

আদালতের প্রেক্ষাপট:

এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্র পক্ষ, এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ হাইকোর্টের রায় স্থগিত করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে আপিল বিভাগের প্রধান বিচারপতি রাষ্ট্র পক্ষকে আপিলের অনুমতি প্রদান করেন।