বিস্তারিত: ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার হয়েছে। এসময় তাদের ব্যাগ এবং মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। শনিবার (৮ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় কয়েকজন আহত হন। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে গত ২৭ নভেম্বর হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়। ঠিক পরদিন ২৮ নভেম্বর হাসনাত আবদুল্লাহকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজধানীর যাত্রাবাড়ীতে এই হত্যাচেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাতে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
সর্বশেষ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com