ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪ : দক্ষিণ কোরিয়ায় প্রতিকূল আবহাওয়ার কারণে সম্ভবত একটি পাখির সাথে সংঘর্ষে জেজু এয়ারের বিমানটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয় দমকল প্রধান রোববার জানিয়েছেন। স্থানীয় দমকল প্রধানের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়। এক ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটিতে আগুন জ্বলছে।
মুয়ান ফায়ার স্টেশনের প্রধান লি জিওং-হিউন এক বিবৃতিতে বলেছেন, দমকল বাহিনীর ধারণা পাখির সঙ্গে ধাক্কা লাগা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে, প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। যৌথ তদন্তের পরে সঠিক কারণ জানানো হবে ।
রোববার, ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।
দমকল বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিমানে থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা আছে।
দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে , এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে – তারা দুজই ফ্লাইট অ্যাটেনডেন্ট – ৯৬ জন মারা গেছে। দমকল বিভাগ এর আগে বলেছিল উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যাত্রী ছিলেন।