ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪: বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রায় প্রদান করে রুলটি যথাযথ (এব্যাসিলিউট) ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
এর আগে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধন চেয়ে দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছিলেন।
২০২২ সালের ২৬ অক্টোবর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র জমা দেন।