ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৪: ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে কিছু মেঘ দেখা দিয়েছে, যা পরিষ্কার করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মির্শির প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান বলেন, "বৈঠকে ভারতীয় সচিব উল্লেখ করেছেন যে বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে তা দুর করতে হবে।"
ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে ভারত সরকার বাংলাদেশবিরোধী অপপ্রচারের জন্য দায়ী নয় এবং তাদের সরকার এই ধরনের প্রচারের মালিক নয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের একাংশের অপপ্রচারের বিষয়ে পররাষ্ট্র সচিব এই বিষয়টি পরিষ্কার করেন।
বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা জানান, বিক্রম মির্শি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ইচ্ছুক।"
এর পাশাপাশি, রিজওয়ানা হাসান স্পষ্টভাবে জানান যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে যে বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে ঢাকা ভারতীয় প্রতিনিধিদের কাছে উদ্বেগ প্রকাশ করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com