ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করছে না সরকার

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন যে মূল্যস্ফীতি আগে আট বা নয়ে আটকে রাখা হলেও এখন কোনো কারচুপি নেই বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন যে বিগত সময়ে ব্যাংক ও আর্থিক খাতের তথ্য গোপন করার প্রবণতা ছিল, কিন্তু বর্তমানে সেখান থেকে বেরিয়ে এসেছে সরকার।

শনিবার (২১ ডিসেম্বর) ব্যাংক অ্যালমানাক প্রকাশনা অনুষ্ঠানে এ কথান বলেন।

তিনি বলেন, পুঁজিবাজারের প্লেয়ার ও রেগুলেটরের অনেক দোষ আছে এবং আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের। এছাড়া, পুঁজিবাজারের শেয়ার প্রাইস কমে যাওয়ার কারণে চেয়ারম্যানকে রিমুভ করার জন্য মিছিল হচ্ছে।

মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও সুফল মিলছে না নিত্যপণ্যের বাজারে; চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। আগের মাসেও এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

অর্থ সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, আমরা সেক্টরগুলোতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা চাই।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান অর্থনীতিতে পাঁচটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন, যার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিশেষ সুবিধাভোগী ব্যবসায়িক শ্রেণির প্রভাব কমানো অন্তর্ভুক্ত।