ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ঃ বহু মামলা নিয়ে পর্যবেক্ষণের একপর্যায়ে আমরা অভিনব কায়দায় হয়রানীর কিছু ঘটনা সম্পর্কে অবগত হই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, একটি মামলায় ফরিদা পারভীন লিয়া এর বিরুদ্ধে একটি অভিযোগ করছেন নুজহাত সারওয়াত তমা। অভিযোগকারী তমার বাবা একজন সাবেক যুগ্ম সচিব ছিলেন। এবং তার চাচা শ্বশুর একজন বিজ্ঞানী।
ফরিদা পারভীন লিয়া বিভিন্নভাবে হয়রানী ও মানসিক এবং সামাজিক ভাবে বিপর্যস্ত করছে, নুজহাত সারওয়াত তমা ও তার পরিবারকে । গত ১৭/১২/২০২৪ ইং তারিখে দুপুর ১:১৫ ঘটিকায় ফরিদা পারভীন লিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (মালিবাগ চৌধুরী পাড়া) শাখার ম্যানেজার সাহেবকে কল দিয়ে, নুজহাত সারওয়াত তমার জমা দেওয়া চেক নেওয়ার চেস্টা করে।
নুজহাত সারওয়াত তমা এর শ্বশুর বাড়ীর লোকজনকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন ফরিদা পারভীন লিয়া।
আজ ২৬/১২/২০২৪ তারিখে দুপুর ১২:৫৯ ঘটিকায় নুজহাত সারওয়াত তমার স্বামীর দুলভাই কে ফোন করে বিভিন্ন ভয়ভীতি, হুমকি ও চাঁদা দাবি করে। নুজহাত সারওয়াত তমার স্বামীর কাছে অন্য নাম্বার দিয়ে কল করে বিভিন্ন সময় চাঁদা দাবি করছেন বিভিন্ন পরিচয়ে দিয়ে। যার প্রেক্ষিতে নুজহাত সারওয়াত তমার স্বামী পুলিশ হেডকোয়াটার এ লিখিত জানিয়েছেন।
নুজহান সারওয়াত তমা এক প্রতারক এর কাছ থেকে ২,২৩,৬০,০০,০০০/-(দুই কোটি তেইশ লক্ষ ষাট হাজার) টাকা পাবেন। ঐ প্রতারককে গ্রেফতার করে ৬০ (ষাট) দিনের মধ্যে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট। আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেও ফরিদা পারভীন লিয়া’র সাথে যোগাযোগ করতে পারি নি।