ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪ : শান্তিতে নোবেল পুরস্কারজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন।
জর্জিয়া, ২৯ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার স্থানীয় সময় বিকেলে প্লেইন্সে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
জিমি কার্টারের প্রতিষ্ঠিত ‘কার্টার সেন্টার’ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি দীর্ঘ দিন ধরে ত্বকের ক্যানসার মেলানোমাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
জানানো হয় যে, কার্টার তাঁর প্রথম জীবনে চীনাবাদাম বিক্রি করতেন। তিনি তাঁর বাড়িতেই চীনাবাদামের চাষ শুরু করেন এবং পরবর্তীতে রাজনীতিতে প্রবেশ করেন।
ওয়াটারগেট কেলেঙ্কারির পর জর্জিয়ার স্থানীয় একজন ডেমোক্র্যাট হিসেবে ১৯৭৬ সালে রিপাবলিকান জেরাল্ড ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন জিমি কার্টার। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাঁর শাসনকালেই যুক্তরাষ্ট্রকে সামান্য রাতের অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয়েছিল।
প্রেসিডেন্ট হিসেবে গোলাপী হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সম্মান অর্জন করেন কার্টার। আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে প্রচেষ্টা, গণতন্ত্র, মানবাধিকার ও সম্প্রদায় উন্নয়নে তাঁর ভূমিকার জন্য তাঁকে ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
তিনি চার সন্তান ও ১১ নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর স্ত্রী রোজালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান। ১৯৪৬ সালে রোজালিনকে বিয়ে করেছিলেন কার্টার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com