ঢাকাসোমবার , ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন মঙ্গলবার 

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার করা মূল ভবন ও আদালত কক্ষের উদ্বোধন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নতুন ভবনের উদ্বোধন করবেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়ে আরও বলেন, “জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও আদালত কক্ষ আগামী মঙ্গলবার উদ্বোধন করা হবে।”

২০১০ সাল থেকে ‘পুরাতন হাইকোর্ট ভবন’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এতদিন বিচারকাজ চলছিল টিনশেড স্থাপনায়, কারণ শত বছরের পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনায়। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই-আগস্ট গণহত্যার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ট্রাইব্যুনাল স্থাপন ও পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার শুরু হয়। অক্টোবর দ্বিতীয় সপ্তাহে সংস্কার কাজ শুরু হয়ে বর্তমানে সম্পন্ন হয়েছে।

সংস্কার কাজ শেষ করে আজ এর প্রধান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সামাজিক মাধ্যম ফেসবুকে ট্রাইব্যুনালের নতুন রূপের ছবি শেয়ার করেছেন। নান্দনিক এই ভবন গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সংস্কার করা হয়েছে।

সংস্কার কাজের মান ও অগ্রগতি তদারকি করতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান কয়েকবার সরেজমিনে পরিদর্শন করেন।