প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করা হব। তিনি উল্লেখ করেন যে, এমন উদ্যোগ তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার প্রতিযোগিতার পথ খুলে দেবে।
আজ পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, ‘উদ্যোক্তা হবার শক্তি মেলার মাধ্যমে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে সারা দেশ জুড়ে এই মেলা জায়গায় জায়গায় হবে এবং ঢাকায় হবে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত মেলা। তরুণদের জন্য আমরা সুযোগ তৈরি করে দেবো। সারা বছর ধরে জেলা ও উপজেলায় মেলার প্রস্তুতি চলবে। সেখান থেকে বাছাই করে চূড়ান্ত পর্যায়ে মেলায় অংশগ্রহণ করানো হবে। ঢাকার মেলায় একজন আর একজনকে দেখে শিখবে, বুঝবে এবং বুদ্ধি নেবে।’
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের তরুণরা অনেক সম্ভাবনাময় ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে। বিশেষ করে কৃষি, হস্তশিল্প, কুটির শিল্প এবং আইসিটি সহ অন্যান্য খাতগুলোতে তরুণরা খুব ভালো করছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিটি উপজেলায় প্রতিযোগিতার মাধ্যমে ৩ থেকে ৪ জনকে বাছাই করা হবে এবং তাদেরকে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।’
অনুষ্ঠানে তিনি আরও উল্লেখ করেন, উদ্যোক্তা হবার ক্ষেত্রে টাকার অভাব কোনো বাধা নয়। বিশেষ করে যারা বুদ্ধিমত্তা এবং উদ্যোগী মনোভাব নিয়ে কাজ করে, তারা অর্থ উপার্জন করতে সক্ষম।
অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ তরুণ-তরুণীদের দেশ এবং এই শক্তিকে উন্মোচিত করে তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।’
তিনি বাণিজ্য মেলার একাংশ তরুণদের জন্য আলাদা রাখার পরামর্শও দেন যাতে বয়স ২৫ এর নিচের তরুণরা সেখানে নিজেদের উদ্ভাবনী চিন্তা এবং ব্যবসা পরিকল্পনা প্রদর্শন করতে পারে।
প্রধান উপদেষ্টা তরুণদের সাথে সাথে তরুণীদের উল্লেখ করে বলেন, ‘অনেক তরুণী রয়েছে যারা অসংখ্য কাজ করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে। গৃহিনী চার-পাঁচ বাচ্চার মা, ঘরে বসেই রান্না করে খাবার সরবরাহ করে। Чমৎকার বুদ্ধিশ খাটিয়ে এ ধরনের যারা ব্যবসা করছে তাদের কাজ তুলে ধরতে হবে।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, নতুন নতুন পণ্য উদ্ভাবন এবং রপ্তানি সমৃদ্ধ করার জন্য এই মেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি জানান, সরকার এই মেলাকে যথাসম্ভব সফল করতে বদ্ধপরিকর।