ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। শনিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবুল কাজীর শরীরে ৭৪ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন যে, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করার সময় গ্যাসলাইটার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে।
আমরা সবাই বাবুল কাজীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com