ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ঃ টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন এবং এই বিতর্ক যাতে ব্রিটিশ সরকারের কাজে প্রভাব না ফেলে সে কারণেই তিনি পদত্যাগ করেছেন।
টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, ব্রিটিশ সরকারের ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজর স্যার লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে, তিনি মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি. তবে, তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনযোগ দিতে পারবেন না এমন কথা উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন.
গত আগস্টে শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন এবং তার সরকারের আমলে বাংলাদেশে ৯টি অবকাঠামো প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে. এই অভিযোগের মধ্যে টিউলিপ সিদ্দিকের নামও আসে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগ তদন্ত করছে ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com