রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি একটি নতুন নীতি নির্ধারণ করেছে যা আন্তর্জাতিক ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা (রুপি) ব্যবহার বৃদ্ধি করতে সাহায্য করবে। রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
এখন থেকে বিদেশিরাও ভারতীয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিদেশে থাকা ভারতীয় ব্যাংকগুলোর শাখাগুলিতে বিদেশি নাগরিকরা ভারতীয় মুদ্রার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ উদ্যোগটি বিশেষভাবে সীমান্ত পার লেনদেনকে সহজ করবে, কারণ বিদেশি অ্যাকাউন্ট হোল্ডাররা ভারতে এলে অনায়াসেই ভারতীয় মুদ্রাতে লেনদেন করতে পারবেন।
উল্লেখ্য, একইভাবে ভারতীয় ব্যাংকের বিদেশি শাখাগুলির কোনো বিদেশি অ্যাকাউন্ট থাকলে, ভারতে অবস্থান করা ব্যক্তির সঙ্গেও ভারতীয় মুদ্রাতে লেনদেন সম্ভব হবে।
এছাড়া, ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল ৬৪৪.৩৮ বিলিয়ন ডলার। কিন্তু ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহের মধ্যেই ভারতের রিজার্ভ প্রায় ৮ বিলিয়ন ডলার কমে গেছে।
রেমিট্যান্সের নিরিখে, ভারত বিশ্বের শীর্ষে থাকে। ২০২৪ সালেও ভারত এই পর্যায় ধরে রেখেছে এবং ওই বছর দেশে রেমিট্যান্স বাবদ এসেছে ১২৯ বিলিয়ন ডলার, যা পাকিস্তান (৬৭ বিলিয়ন ডলার) এবং বাংলাদেশের (৬৮ বিলিয়ন ডলার) এই অর্থবর্ষের বাজেটের যোগফলের প্রায় সমান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com