ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৫: আজ জন প্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যাতে সেনা, নৌ ও বিমান বাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তারাও এই সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর বিভিন্ন ধারায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা কার্যকর হবে।
এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল সারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। প্রথম দফায় গত ১৭ সেপ্টেম্বর এই ক্ষমতা দেওয়া হয় এবং পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর এ প্রজ্ঞাপনে সংশোধন আনা হয়। তখন শুধু সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী উল্লেখ করে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়।
অন্তর্বর্তী সরকার এবার তৃতীয় দফায় এই সময় বাড়িয়েছে, যেন তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com