ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৫: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত সুরক্ষা বিষয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে, সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তাঁরা পদক্ষেপ নিচ্ছেন এবং জনগণ সব সময় তাদের সাহায্য করে যাচ্ছে।
তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে আয়োজিত বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি সব সময় সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে এবং সীমান্ত এখন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে।
জনগণের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিজিবি সব সময় সতর্ক থাকা এবং বর্তমান উদ্যোগের ফলে সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। তিনি চাপাই নবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি সম্পর্কে জানান যে সেখানে জমির ধান ও গাছ কাটা নিয়ে ঝামেলা হয়েছে এবং বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইবরাহিম।
এই বৈঠকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত সুরক্ষার গুরুত্ব ও জনগণের সহযোগিতার ওপর জোর দিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com