কানাডার অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিষয়ক বিভাগ (আইআরসিসি) ২০২৫ সালের শুরুতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে যে এখন থেকে তারা বাবা-মা ও দাদা-দাদির স্থায়ী বসবাসের (পিআর) স্পন্সরশিপের জন্য আবেদনের গ্রহণ সাময়িকভাবে বন্ধ করেছে।
গতকাল শুক্রবার আইআরসিসি বলেছে, ২০২৪ সালে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করাই হবে তাদের প্রধান লক্ষ্য। তবে, পর্বতীকালে নতুন করে এ ধরনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
কানাডার এই সিদ্ধান্তের ফলে অনেক বাংলাদেশী এবং ভারতীয় পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছেন। পরিবারের সদস্যদের পুনর্মিলনের জন্য সুপার ভিসার সুবিধাটি এখনও বিদ্যমান। এই ভিসার আওতায় বাবা-মা এবং দাদা-দাদিরা টানা পাঁচ বছর কানাডায় অবস্থান করতে পারবেন।
কানাডার সরকার ২০২৫ সালের মধ্যে অভিবাসীর সংখ্যা ২০ শতাংশ কমানোর উদ্দেশ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরসিসি বলছে, এই বছরে ২৪,৫০০ বাবা-মা ও দাদা-দাদিকে স্থায়ী বাসিন্দা হিসাবে স্থায়ীকরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে এই ঘোষণা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে তা নির্দিষ্ট করে জানাননি। নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।