ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৫ঃ প্রশিক্ষণের জন্য ৫০ জন বিচারককে ভারতে পাঠানোর অনুমতি বাতিল করেছে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের আইনি এবং বিচার বিভাগ এই নির্দেশনা জারি করে।
এর আগে গত ৩০ ডিসেম্বর, ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমি, ভূপাল, ভারতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ বিচারককে অনুমোদন দেওয়া হয়েছিল। এই অনুমোদন সুপ্রিম কোর্টের পরামর্শে দেওয়া হয়েছিল, এবং আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রশিক্ষণে অংশ নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মনোনীতদের মধ্যে সহকারী জজ থেকে শুরু করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমমানের কর্মকর্তারা রয়েছেন।
আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য দেওয়া অনুমতিটি বাতিল করা হয়। আগের প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে, এতে বাংলাদেশের কোনো আর্থিক সংশ্লেষ নেই।
উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়, এই প্রশিক্ষণ উদ্যোগের ভিত্তি তৈরি করা হয়েছিল। ওই সময়ে সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর থেকেই অনেক বিচারক ধারাবাহিকভাবে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন।