ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫: আজ ঢাকাস্থ সেগুনবাগিচায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর মিলনায়তনে, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)র পক্ষে, দলের যুগ্ম-আহবায়ক এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, দল যখন হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিকার নিয়ে “কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড” সার্ভিস চালু করে, ঠিক মাস খানেক যেতে না যেতেই উল্টো দলের সদস্য সচিব-জনাব মোঃ তৌহিদুল ইসলাম, এর বিপক্ষেই কাল্পনিক মামলা করে হয়রানী করা হচ্ছে ।
মুলত, BRP COMMUNITY PROTECTION LEGAL AID এর উদ্যোগে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির সদস্য সচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও এক কোটি টাকা চাঁদা দাবীর প্রতিবাদে উক্ত অনুষ্ঠানে মুল বক্তব্য প্রদান করেন, চাঁদাবাজীর উদ্দেশ্য মিথ্যা মামলার শিকার, সংস্কারবাদী পার্টির সদস্য সচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম।
বিবরনে বলা হয়, ০৪ আগষ্ট ২০২৪ খ্রিষ্টাব্দে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের "ঢাকা ক্লিয়ারের" দায়িত্ব নেয়া সম্রাট আর মিজানের পেছনের চালিকাশক্তি 'মামলা-বেনজির'-কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হিসেবে দেখা যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো: মামলা-বেনজির এর নিকট থেকে সংস্কারবাদী পার্টির সদস্য সচিব জনাব মোঃ তৌহিদুল ইসলাম সর্বমোট এগারো কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা তাঁর প্লট বিক্রি বাবদ পাওনাদার আছেন। তাকে গ্রেফতার করার জন্য হাইকোর্টের বিশেষ অর্ডার (১২২৫৪/২০২৪ তারিখ: ৩১/১০/২০২৪ খ্রিষ্টাব্দ) থাকার পরও প্রশাসন তাকে গ্রেফতার করার বিষয়ে অসহযোগিতা করে চলেছেন। যুগ যুগ যাবত চলে আসা ফ্যাসিবাদের শেকড় এতোটাই গভীরে প্রবেশ করেছে যে, শেখ হাসিনার পালানোর পরেও তাদের সিন্ডিকেট এখনও পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করে চলেছে।
সেই পাওনা টাকা পরিশোধ না করার পরিকল্পনার অংশ হিসেবে পাইকারী গণহত্যার একটি মামলা (যাত্রাবাড়ী থানার মামলা নম্বর: ৫৭, তারিখ: ১৯শে ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ) সৃষ্টি করে তার মধ্যে জনাব মোঃ তৌহিদুল ইসলামের নাম ঢুকিয়ে দেয়।
কেন্দ্রীয় নেতাকর্মীগণদের মধ্যে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদস্য সচিব-জনাব মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম-আহবায়ক – জনাব লায়ন জাহিদ হোসেন পলাস, যুগ্ম-আহবায়ক - জনাব নাজমুল আলম, যুগ্ম-সদস্য সচিব – ড. নাজমুল করিম, যুগ্ম-সদস্য সচিব – মোঃ মোবারক হোসেন পারভেজ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com