ইসলামাবাদ, ২৫ মার্চ ২০২৫ – পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন আজ জাতীয় গণহত্যা দিবস-২০২৫ পালন করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালি নিধনের নির্মম স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে মিশনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইকবাল হোসেন খান তার ভাষণে জানান, "২৫ মার্চের কালরাত ছিল মানবতাবিরোধী অপরাধের এক কলঙ্কিত অধ্যায়। আজ আমরা শুধু শোকই করি না, বরং গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ নিই।" তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৯৭১ সালের গণহত্যার ঐতিহাসিক স্বীকৃতি দাবি করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের স্মরণ করা হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। ২০২৫ সালে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পূর্তিতে বাংলাদেশ সরকার গণহত্যা দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ১৯৭১ সালের ঘটনাবলির আইনি ও নৈতিক স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা জোরদার করেছে।
মিশনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যায়নি—বাংলাদেশ আজ অগ্রগতি ও গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com