ঢাকা, ২৭ মার্চ ২০২৫: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে চলছে বাড়ি ফেরার মহাযজ্ঞ। সরকারের গৃহীত পদক্ষেপ ও পরিবহন খাতের সমন্বিত প্রস্তুতির ফলে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমেছে। রেল, সড়ক, নৌ ও আকাশপথ—সবক্ষেত্রেই চলাচল করছে নিয়মিত ও অতিরিক্ত যানবাহন, যা যাত্রীদের গন্তব্যে পৌঁছানোকে করছে সহজ ও নিরাপদ।
রেলপথ: সময়ানুবর্তিতা ও নতুন সেবা
ঈদযাত্রার তৃতীয় দিনে (বুধবার) ঢাকা থেকে সব ট্রেন নির্ধারিত সময়ে ছেড়েছে। মোট ৬৯টি ট্রেন (আন্তঃনগর ৪৩টি ও মেইল/কমিউটার ২৬টি) সারাদেশে চলাচল করছে। রেলমন্ত্রী মুহাম্মদ ফাওজুল কবির খান কমলাপুর স্টেশনে নরসিংদী কমিউটার ট্রেন উদ্বোধন করেন এবং যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি রেলওয়ের সেবা উন্নয়ন, আয় বৃদ্ধি ও দুর্নীতি রোধে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।
সড়কপথ: ভাড়া নিয়ন্ত্রণ ও শাস্তি
বিআরটিএ’র মোবাইল কোর্টগুলো গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনালে তদারকি চালায়। নীলাচল পরিবহন (লক্ষ্মীপুর রুট) ও নিউসাফা পরিবহন (গাইবান্ধা রুট)-কে যথাক্রমে ৩,০০০ ও ৪,০০০ টাকা জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে। এছাড়া ভাড়ার তালিকা না প্রদর্শনের জন্য দোলা, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহন-এর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
নৌপথ: নিয়মিত তদারকি
সদরঘাট থেকে লঞ্চগুলো সময়মতো ছাড়লেও যাত্রীচাপ কম থাকায় ভোগান্তি কম। বিআইডব্লিউটির নৌ-নিরাপত্তা টিম অতিরিক্ত ভাড়া রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে। বরিশালগামী যাত্রী রেদোয়ান আহম্মেদ বলেন, “অফিস ছুটি এগিয়ে নিয়ে আসায় ভিড় এড়াতে পেরেছি।”
আকাশপথ: অতিরিক্ত ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করেছে। বেসরকারি কোম্পানিগুলোও নিয়মিত সেবা দিচ্ছে।
সরকারি সাফল্য ও যাত্রীদের প্রতিক্রিয়া
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধীরগতিতে ভ্রমণ করলেও এবার সেবার মান উন্নয়ন ও শাস্তিমূলক ব্যবস্থার কারণে সাধারণ মানুষ স্বস্তি বোধ করছেন।
সংক্ষেপে:
- রেলওয়ে ৬৯টি ট্রেন চালিয়ে সময়ানুবর্তিতা বজায় রেখেছে।
- বিআরটিএ’র জরিমানার মাধ্যমে সড়কপথে ভাড়া নিয়ন্ত্রণ সফল।
- নৌ ও আকাশপথে অতিরিক্ত তদারকি ও সেবা নিশ্চিত।
- যাত্রীরা সরকারের উদ্যোগ ও ছুটির দীর্ঘ সময়কে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।
এবারের ঈদযাত্রায় পরিবহন খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নাগরিকদের জন্য ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।