ঢাকা, ৩০ মার্চ ২০২৫ – মিয়ানমারে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়ে এই সহায়তার সূচনা করেছে।
২৮ মার্চ স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত মিয়ানমারে ১,৬৪৪ জন নিহত ও ৩,৪০৮ জন আহতের খবর নিশ্চিত হয়েছে। ভূমিকম্প পরবর্তী ধ্বংসযজ্ঞ ও অবকাঠামো ক্ষতির কারণে খাদ্য, পানি ও চিকিৎসাসেবার অভাবে মানবিক সংকট তৈরি হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে এই ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনী মিয়ানমারের জনগণের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও বৈশ্বিক মানবিক সহায়তায় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে।
এই উদ্যোগ বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের মানবিক মুখ তুলে ধরেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com