ঢাকা, ২৯ মার্চ ২০২৫ — মিয়ানমারে শুক্রবার আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,০০২ জন হয়েছে। দেশটির সামরিক জান্তা সরকার শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও, ২,৩৭৬ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে।
মিয়ানমারের সামরিক সরকার তাদের বিবৃতিতে জানায়, ১,০০২ জনের মৃত্যু এবং ২,৩৭৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তবে, দুর্গম এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে না পারায় মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী উদ্ধারকার্য ত্বরান্বিত করেছে। তবে, যোগাযোগ বিচ্ছিন্নতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে বিঘ্ন ঘটছে।
ভূ-বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, এই অঞ্চলে আরও আফটারশক (পরবর্তী কম্পন) হতে পারে, যা নতুন করে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
এই ভূমিকম্পটি মিয়ানমারের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: এএফপি, মিয়ানমার সামরিক জান্তার বিবৃতি ও স্থানীয় সংবাদমাধ্যম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com