ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফান্ড আত্মসাৎ মামলায় দিলশাদ আফরিন পিংকির জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জের সাবেক কমিটি সদস্য কারাগারে প্রেরণ
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ – জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নামে প্রতারণা ও তহবিল আত্মসাতের অভিযোগে অভিযুক্ত দিলশাদ আফরিন পিংকি (৩১)-এর জামিন আবেদন আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পিংকি নারায়ণগঞ্জের ফতুল্লা শাখার সাবেক সদস্য ছিলেন, যাকে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লিগ্যাল অফিসার ফাতেমা আফরিন পায়েল-এর করা মামলায় অভিযোগ উঠেছে:
১. জালিয়াতি: পিংকি বুলবুল সিকদার ও রকিবুল সিকদার নামে দুই ব্যক্তিকে জুলাই বিপ্লবে আহত বলে মিথ্যা সার্টিফিকেট প্রদান করেন। ১০ হাজার টাকার বিনিময়ে তাদের চিকিৎসা ডকুমেন্ট সত্যায়ন করা হয়। পরে রকিবুলকে "গুরুতর আহত" তালিকাভুক্ত করতে ৫০ হাজার টাকা এবং অন্যান্য সুবিধার নামে ৩০ হাজার টাকা নেওয়া হয়।
২. হাদিসা আক্তার হ্যাপির কাছ থেকে ৫০ হাজার টাকা আত্মসাৎ: জুলাই বিপ্লবে শহীদ আহসান কবির শরিফের স্ত্রীকে ফাউন্ডেশন থেকে ২.৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০ হাজার টাকা গ্রহণ করেন।
৩. অন্যান্য অভিযোগ: আরও কয়েকজনকে ফাউন্ডেশনের সহায়তার লোভে টাকা দেওয়াতে বাধ্য করা হয়।
জাতীয় নাগরিক কমিটি গত ৮ এপ্রিল পিংকিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মামলার তদন্ত চলমান রয়েছে। পুলিশ ও ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই মামলাটি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় গঠিত তহবিলের অপব্যবহারের দৃষ্টান্ত হিসেবে আলোচিত হচ্ছে, যা সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত সংগঠনগুলোর জবাবদিহিতার প্রশ্ন তুলেছে।
প্রাসঙ্গিক তথ্য:
পরবর্তী ধাপ: অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট জমা ও বিচার প্রক্রিয়া চলবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com