ঢাকা, ৭ জুন ২০২৫: নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য "নারী উদ্যোক্তা সম্মেলন ও মেলা ২০২৫" শুরু হচ্ছে আগামী ৮ মে। চার দিনের এই মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ সূত্রে জানা যায়, এবারের মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় আসা দর্শনার্থীদের জন্য এসএমই খাতে তাঁদের পণ্য ও সেবাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার সুযোগ রয়েছে। মেলায় অংশগ্রহণকারী ৭০ জন নারী উদ্যোক্তা তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
এদিকে এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, দেশে ৭৮ লাখের বেশি সিএমএসএমই শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এটি মোট শিল্পপ্রতিষ্ঠানের ৯৯ শতাংশের বেশি। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ হয় এসএমই খাতে। এই খাতে আড়াই কোটির বেশি মানুষ কর্মরত।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবুল হোসেন বলেন, "এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা প্রদর্শন করতে পারবেন। আমরা চাই, নারীরা অর্থনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখুন।"
গত বছর এই মেলায় ১০ কোটি টাকার বেশি বিক্রয় হয়েছিল এবং বেশ কয়েকজন নারী উদ্যোক্তা বিনিয়োগ পেয়েছিলেন। এবারও ব্যাপক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও তথ্যের জন্য যোগাযোগ:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ফোন: ০২-৯৫৫৫১২৩, ওয়েবসাইট: www.mowca.gov.bd
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com